শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের জ্ঞান বৃদ্ধি এবং আগ্রহ বৃদ্ধি করার উদ্দেশ্য নিয়ে এস এ জি সি সায়েন্স ক্লাব কর্তৃক ষষ্ঠ বারের মতো বিজ্ঞান মেলা এর আয়োজন করা হয়েছিল যা ৬ই ফেব্রুয়ারি থেকে ১০ই ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে৷ এই বছরের মেলার মূলমন্ত্র ছিল “ইমার্জ ইয়োর সেলফ ইন দি ওয়ান্ডার্স অফ সায়েন্স।”
উৎসবটিতে বিজ্ঞান, প্রযুক্তি, রোবোটিক্স, আইটি নিয়ে বিভিন্ন প্রজেক্ট ডিসপ্লে, ডিজিটাল আর্ট, ওয়াল ম্যাগাজিন এবং ফটোগ্রাফি প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন অলিম্পিয়াড ইত্যাদি সম্পর্কিত ক্রিয়াকলাপ সমন্বিত বহুমুখী ইভেন্টের আয়োজন করা হয়েছিল।
এই বছর তারা একটি নতুন মাত্রা নিয়ে কাজ করেছে, যা ছিল অনলাইন এবং অফলাইন উভয় প্লাটফর্মে ইভেন্টটি আয়োজন করা। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের আরও বিজ্ঞান অনুরাগীদের অনুপ্রাণিত করেছে। খুলনা, চট্টগ্রাম, চাঁদপুর ,কুমিল্লা, সিলেট, রাজশাহী সহ আরও নানা প্রান্ত থেকে বিজ্ঞানের প্রতি আগ্রহী শিক্ষাথীরা ইভেন্টটিতে অংশ নিয়েছিল।
ঢাকা মহানগরের ৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪ হাজার ৭৫২ জন প্রতিযোগী ৩৪টি সেগমেন্টে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। উৎসবটির মূল উদ্দেশ্য ছিল অনলাইন ও অফলাইনে ঢাকা ও এর বাইরের মানুষকেও বিজ্ঞানের দিকে নিয়ে আসা। পাঁচ দিনব্যাপী এই বিজ্ঞান মেলা এর মিডিয়া পার্টনার হিসেবে ছিল ‘সায়েন্স বী‘।
অফলাইনের ২ দিন উৎসবটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সেনাসদরের শিক্ষা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল ইসলাম এবং সমাপনী অনুষ্ঠানে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সেনাসদরের এমও পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ কর্ণেল মোজাহিদুল ইসলাম, উপাধ্যক্ষ এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
এস এ জি সি সায়েন্স ক্লাব / অতিথি প্রতিবেদক