প্রযুক্তি দুনিয়ায় বেশ কিছুদিন ধরে চলা গুঞ্জনকে সত্যি করে,সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এর মালিকানাধীন মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে কিছু পরিবর্তনের ঘোষণা দিয়েছে।
সোশ্যাল টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি বর্তমান করোনা পরিস্থিতিতে জুম,গুগল ক্লাস সহ বেশ কিছু মাধ্যমে ভিডিও কনফারেন্সের চাহিদা বেড়ে যাওয়ার প্রেক্ষিতেই এই পদক্ষেপ নিলো। আগে মেসেঞ্জার কলে একত্রে ৮ জনের বেশী যুক্ত হওয়ার কোন সুযোগ ছিলো না।কিন্তু বর্তমানে ৫০ জন একসাথে ভিডি কলিং সেবায় যুক্ত হয়ে প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে পারবেন।
এই বিষয়ে এক বিবৃতিতে ফেসবুক জানায় তারা অনেক আগ থেকেই এই বিষয়টি নিয়ে ভেবেছিলো। কিন্তু বর্তমান পরিস্থিতি তাদের সেই ভাবনাকে কাজে লাগানোর জন্য দারুণ সময়। নতুন এই বৈশিষ্ট্য গুলো প্রথমে যুক্তরাজ্যের অভিবাসীদের জন্য চালু করা হবে। পরবর্তীতে ধীরে ধীরে সেবাটি অন্যান্য জায়গায় চালু করা হবে।আগামী শুক্রবার থেকে এটি যুক্তরাজ্যের অভিবাসীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানায় ফেসবুক।
করোনভাইরাস মহামারী চলাকালীন সময়ে ভিডিও-কলিং পরিষেবাগুলো ব্যবহার তীব্র বৃদ্ধি পেয়েছে। ফেসবুক বলেছে যে করোনভাইরাস দ্বারা আক্রান্ত অঞ্চলগুলিতে গত বছরের চেয়ে ম্যাসেঞ্জারে ভিডিও কলিং এর হার দ্বিগুণ হয়েছে। প্রতিদ্বন্দ্বী ভিডিও কলিং এপ্লিকেশন “জুম” ২০২০ সালের প্রথম প্রান্তিকে মূল্য সূচক প্রায় ১৯০০ গুণ বেড়ে যায়।যা প্রযুক্তি দুনিয়ায় অন্যান্য প্রতিষ্ঠান এর জন্য ছিলো ঈর্ষণীয়।
এগুলো পড়েছেন ?
১।পাশ দিয়ে করোনা সংক্রমিত ব্যক্তি গেলেই জানিয়ে দেবে অ্যাপ!
২।করোনা মোকাবেলায় ‘করোনা সুরক্ষা’ নামে অ্যাপস তৈরি করল বাংলাদেশি তরুণরা
৩।চোখের চেয়েও শক্তিশালী ৬০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর বাজারে আনছে স্যামস্যাং
তবে ফেসবুক মেসেঞ্জার ভিডিও কলিং এর ক্ষেত্রে কোন প্রিমিয়াম ভার্সন রাখছে না বলে নিশ্চিত করেছে।সাধারণ জুম এপ্লিকেশনে সাধারণ ব্যবহারকারীরা ৪০ মিনিট এর বেশী একত্রে যুক্ত থাকতে পারেননা।এর চাইতে বেশী যুক্ত হতে চাইলে প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে হবে।কিন্তু এই ক্ষেত্রে মেসেঞ্জার সম্পূর্ণ বিনামূল্যে সেবাটি প্রদান করবে।
ফেসবুকের নিউজ ফিডের ভাইস প্রেসিডেন্ট জন হেগম্যান বলেছেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে তারা মূলত অনলাইন ক্লাস পরিসেবাকে আরো সহজতর করতে এই পদক্ষেপ নিয়েছেন।প্রথম দিকে মেসেঞ্জারে চালু হওয়ার পর এই সেবা হোয়াটসঅ্যাপেও নিয়ে আসা হবে। মেসেঞ্জার এর নতুন পরিসেবা বিশ্লেষণ করে দেখা যায় তা অনেকটা জুম এপ্লিকেশনের মতোই যেখানে একটি লিংক ব্যবহার করে ব্যবহারকারীরা কোন মিটিং এ যুক্ত হবেন।
তবে এই ক্ষেত্রে লিংকটি ব্যবহার করে কেউ যাতে মিটিং এ অণুপ্রবেশ করে নজরদারি না করতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তারা। বেশ কিছুদিন ধরেই “জুম” এপ্লিকেশন এর বিরুদ্ধে অবৈধভাবে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেওয়া ও আড়িপাতার অভিযোগ উঠেছে।এই পরিপ্রেক্ষিতে অনেক দেশ জুমের সেবাটি নিষিদ্ধ ঘোষণা করেছে।
এবং গুগলও এই বিষয়টি খতিয়ে দেখার ব্যাপারে জানিয়েছে ঠিক এমন একটি সময়ে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে নতুন সেবা আনার ঘোষণা দিলো ফেসবুক যখন বাজারের শীর্ষ প্রতিষ্ঠান জুমের বিরুদ্ধে তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো।তাই বলা যেতে পারে কিছুদিনের মধ্যেই সেই শীর্ষস্থানটি ছিনিয়ে নিতে যাচ্ছে ফেসবুক।
আকিল রহমান/নিজস্ব প্রতিবেদক