দাঁত ব্যথা এমন একটা অনুভুতি যা আমাদের সবাই কখনো না কখনো অনুভব করেছে। দাঁত মানবদেহের এমন একটি অংশ, যা ছাড়া আমাদের খাওয়া – দাওয়া (বা অন্যান্য) কাজ অসম্পূর্ণ থাকতো। আপনি নিজের দাঁতকে ভাবতে পারেন একটি যন্ত্র বা কোন ছুরি বা কাটা চামচের মতো। কিন্তু এটি যদি এতই উপযোগী হয়, তবে কেন মাঝে মাঝে দাঁতে ব্যথা হয়? খুব ভালো হতো না যদি এটি সব সময়ই ঠিক থাকতো?
কিছু সমস্যা বাদ দিলে, ব্যথার প্রতি দাঁতের সংবেদনশীলতার ভালো দিকও রয়েছে। সর্বোপরি, ব্যথাই একমাত্র সংবেদনশীল অনুভুতি যা দাঁত অনুভব করতে পারে।
নিউ মেক্সিকোর সান জুয়ান কলেজের ডেন্টাল হাইজিন প্রোগ্রামের ডিরেক্টর জুলিয়ান ম্যানজ এর মতে, দাঁতের ব্যথা একরকম প্রতিরক্ষামূলক প্রক্রিয়ার মত কাজ করে। জুলিয়ান ম্যানজ আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের একজন মুখমাত্রও বটে।
“যদি আপনি খুবই গরম কিছু খান বা খুব ঠান্ডা কিছু চাবান বা এরকম হতে পারে যে আপনার দাঁত এতই দূর্বল যে এর ভেতরের টিস্যু বাইরের সংস্পর্শে চলে আসতে পারে, তবেই দাঁতে ব্যথার উদ্ভব হয়। এই ব্যথা কোন ব্যক্তিকে সংকেত দেয় যাতে সে তার দাঁতটা একটু কম ব্যবহার করে। সুতরাং, এটি একটি প্রতিরক্ষার অংশ সে ব্যাপারে সন্দেহ নেই”, লাইভ সায়েন্স কে দেওয়া এক সাক্ষাৎকার এ তিনি বলেন।
তিনি বলেন, “যদি দাঁতে ব্যথা না থাকতো, তাহলে আমরা হয়তো এমন সব কাজে দাঁতের ব্যবহার করতাম,যা দাঁতের মারাত্মক ক্ষতি করতে পারতো।পূর্ণবয়স্ক মানুষের দাঁতে সমস্যা খুবই অসুবিধাজনক, কারণ হাঙ্গর আর এ্যালিগেটর এর মত, আমাদের দাঁত বারবার গজায় না।”
দাঁতের তিনটি স্তর আছে, যার একটি অংশ যা সবচেয়ে ভেতরে থাকে, সেটাই ব্যথা অনুভব করতে পারে। দাঁতের সবচেয়ে ভেতরের অংশকে পাল্প বলে যা রক্তবাহিকা এবং স্নায়ুপ্রান্ত ধারণ করে। ব্যথার প্রতি এই পাল্প সংবেদনশীল, সরাসরি তাপমাত্রার প্রতি নয়।
অনেকে অভিযোগ করেন, খুব ঠান্ডা বা গরম কিছু খেলে তাদের দাঁতে ব্যথা হয়। এক্ষেত্রে, দাঁতের পাল্প সরাসরি তাপমাত্রা শনাক্ত করতে না পারলেও, উদ্দীপনা গ্রহণ করে, যা মস্তিষ্ক ব্যথা হিসেবে শনাক্ত করে।
দাঁতের মাঝখানের অংশ, যার নাম ডেন্টিন, একটি জীবিত কিন্তু স্নায়ুবিহীন অংশ। কিন্তু, এখানে কিছু তরল পদার্থ থাকে যার পরিচলন পাল্প শনাক্ত করতে পারে। দাঁতের সবচেয়ে বাইরের অংশের নাম এনামেল, যা কোন সংবেদন গ্রহণ করে না।
দাঁতের শুধু পাল্পই ব্যথার প্রতি সংবেদনশীল অংশ নয়। পেরিওডন্টাল লিগামেন্ট বলে একটি লিগামেন্ট যা দাঁতকে চোয়ালের সাথে আটকে রাখে, সেটাও ব্যথা অনুভব করতে পারে। এই লিগামেন্ট চাবানোর সময় দাঁতের অবস্থানও ঠিক রাখে। অর্থোডন্টাল ট্রিটমেন্ট এর রোগীরা বলেন তাদের দাঁত খুবই যন্ত্রণাপূর্ণ।তাদের ব্যথার অনুভূতি আসে লিগামেন্ট থেকে।
পাল্প এবং পেরিওডন্টাল লিগামেন্ট যেহেতু উভয়ই ব্যথা অনুভব করতে পারে,সাধারণ মানুষের কাছে দুটোর পার্থক্য করা খুবই কঠিন।ডেন্টিস্ট এর কাছেও সেটা অনেক বড় পরীক্ষা।
+1
2
+1
+1
1
+1
+1
+1
+1