করোনা ভাইরাসের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকার জন্য রসায়ন ছাত্রসংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে তৈরি করা হয়েছে ‘ CHEMSOL’ নামের হ্যান্ড সেনিটাইজার।
করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে নিজের হাত সবসময় পরিষ্কার রাখা, কারণ হাত থেকেই মূলত বিভিন্নভাবে আমাদের শরীরে প্রবেশ করে এই ভাইরাস।
হাত পরিষ্কার রাখতে বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পাশাপাশি স্যানিটাইজার ব্যবহার করাই উত্তম সমাধান।
কিন্তু বর্তমানে বাজারে খুব চাহিদা থাকায় প্রয়োজন মাফিক পাওয়া যাচ্ছেনা হ্যান্ড স্যানিটাইজার কিংবা পেলেও কিনতে হচ্ছে চড়া মূল্যে।
তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের কয়েকজন ছাত্রের উদ্যোগে এবং বিভাগের চেয়ারম্যান নুরুল আবছার স্যারের তত্বাবধানে নিজস্ব ল্যাবে তৈরী করেছে #CHEMSOL নামের হ্যান্ড স্যানিটাইজার,যেগুলো ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের পাশাপাশি কয়েকজন রিক্সাচালক ও দোকানদারদের মাঝে বিতরন করা হয়েছে।
কেমিকেল স্বল্পতার কারনে পর্যাপ্ত পরিমানে তৈরী করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় ফান্ড ও কেমিকেল পেলে আরো স্যানিটাইজার তৈরী করে কিছুটা হলেও প্রয়োজনীয় চাহিদা পূরণ করা সম্ভব হবে।