পুরো বিশ্ব করোনা আতঙ্কে জর্জরিত, এরই মধ্যে করোনা ভাইরাসের পর হান্টা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।China’s Global Times রিপোর্ট অনুযায়ী, এ ভাইরাসের কারণে চীনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গোটা দুনিয়ায় করোনা ভাইরাসের প্রকোপের কারণে এমনিতেই চারিদিকে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আর এর মধ্যে খবর আসছে যে, চীনের ইউনান প্রান্তে এক ব্যাক্তি হান্টা ভাইরাসে আক্রান্ত হয়ে মারে গেছেন।তাঁর সঙ্গে বাসে যে ৩২ জন সহযাত্রী ছিলেন তাঁদেরকেও নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, হান্টা ভাইরাস পালমোনারি সিন্ড্রোম (এইচপিএস) মানুষের শ্বাসযন্ত্রে তীব্র, কখনও কখনও মারাত্মক সমস্যা তৈরি করতে পারে।
করোনা ভাইরাসের সকল আপডেট |
করোনা ভাইরাসে যেখানে মৃত্যুর হার ২ থেকে ৩ শতাংশ সেখানে হান্টা ভাইরাসে মৃত্যুর হার ৩৮ শতাংশ ৷ ইঁদুরের মল থেকে এই রোগ ছড়ায় ৷ এই রোগের ক্ষেত্রে শারীরিক সিম্পটম অনেকটাই করোনার মতো ৷ জ্বর, সর্দি থাকে তাছাড়াও এর ক্ষেত্রে পেট সংক্রান্ত গণ্ডগোল এবং দুর্বলতা ও মাথা ঘোরার মতো বিষয়গুলিও দেখা দিতে পারে ৷
অনেকের ধারণা হান্টা ভাইরাসের উৎপত্তি চীনে। কিন্তু না, এর উৎপত্তি যুক্তরাষ্ট্রে। ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমের একটি অঞ্চলে হান্তাভাইরাসের উৎপত্তি। অঞ্চলটি আরিজোনা, নিউ মেক্সিকো, কলারোডা ও উতাহকে ভাগ করেছে, যা ফোর কর্নারস নামে পরিচিত।
ওই অঞ্চলের এক যুবক একদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। এ সময় নিউ মেক্সিকোর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। ওই যুবকের স্বাস্থ্য প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসকরা জানতে পারেন, কয়েক দিন আগে একই লক্ষণ দেখা দেয়ার পর তার বাগদত্তার মৃত্যু হয়েছে।
হান্টাভাইরাস সম্পর্কিত কোনো খবরে আতঙ্কিত হওয়ার কারণ নেই। এটা নতুুন কোনো ভাইরাস নয়। এ ভাইরাস আগে থেকেই আছে। করোনাভাইরাসের মতো বিস্তার রোধে হান্তাভাইরাসের ক্ষেত্রেও সবাইকে বাসায় থাকতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।
করোনাভাইরাস প্রসঙ্গ-
১।রক্তের গ্রুপ ‘A’ হলে করোনা ঝুঁকি বেশি, ‘O’ হলে সবচেয়ে কম – বলছে চীনা গবেষণা
২।লবণ মেশানো গরম পানি কি করোনা ভাইরাস প্রতিরোধ করে ?-না
৩।করোনা যেভাবে আপনার শরীরের নিয়ন্ত্রণ নিচ্ছে !(ইন্টারেক্টিভ ডিজাইনসহ)
৪।ফ্যাক্ট চেক: (মিথ্যা) এক টুকরা লেবুতেই ধ্বংস হবে করোনাভাইরাস