Home » গর্ভাবস্থায় ডায়াবেটিস ঝুঁকি ও হৃদরোগে এর প্রতিক্রিয়া; একটি গবেষণালব্ধ ফল
গর্ভাবস্থায় ডায়াবেটিস ঝুঁকি ও হৃদরোগে এর প্রতিক্রিয়া; একটি গবেষণালব্ধ ফল
গর্ভাবস্থায় ডায়াবেটিসের ফলে করোনারি আর্টারি ক্যালসিফিকেশন সংক্ষেপে CAC ঘটে। যা হচ্ছে ধমনিতে রক্তের অস্বাভাবিক অবস্থা যাকে ভবিষ্যৎ হৃদরোগের সংকেত হিসেবে মনে করা হয়।
গর্ভাবস্থায় ডায়াবেটিস(gestational diabetics) সাধারণত অন্য যেকোনো ডায়াবেটিসের মতোই। যেখানে সাধারণত রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। এক্ষেত্রে মূলত গর্ভকালীন সময়ে প্রথমবারের মতো ডায়াবেটিস এর উপসর্গ দেখা দেয়। এবং সন্তান জন্মদানের পর আবার রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে।
অন্যদিকে করোনারি আর্টারি ক্যালসিফিকেশন সংক্ষেপে CAC হচ্ছে ধমনিতে রক্তের অস্বাভাবিক অবস্থা যা ভবিষ্যৎ হৃদরোগের সংকেত হিসেবে মনে করা হয়। দীর্ঘ এক গবেষণার পর দেখা গেছে গর্ভাবস্থায় ডায়াবেটিস ও করোনারি আর্টারি ক্যালসিফিকেশন এর মধ্যে একটি যোগসূত্র রয়েছে।
যুক্তরাষ্ট্রের তরুণ-তরুণীদের ভবিষ্যৎ জীবনে হৃদরোগের অবস্থা পর্যবেক্ষণের জন্য CARDIA নামক একটি প্রকল্প গ্রহণ করা হয়। যুক্তরাষ্ট্রের চারটি ভিন্ন ভিন্ন শহর থেকে সমসংখ্যক শেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ যুবক যুবতীদের উপর গবেষণা প্রকল্পটি চালানো হয়। ১৯৮৫ সালে যখন গবেষণা শুরু করা হয় তখন সকল স্বেচ্ছাসেবীর বয়স ছিল প্রায় ১৮ থেকে ৩০ বছর। গবেষকদের অন্যতম উদ্দেশ্য ছিল CAC পর্যবেক্ষণ করা, যেহেতু CAC ভবিষ্যৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার একটি সংকেত। দীর্ঘ গবেষণা শেষে CARDIA সম্প্রতি অনলাইনে তাদের গবেষণা ফলাফল প্রকাশ করেছে।
গবেষণা চলাকালীন এক হাজারেরও বেশি নারী সন্তান জন্ম দিয়েছেন। তাদের মধ্যে ১৩৯ জনের গর্ভকালীন ডায়াবেটিস ছিল। গবেষণার ফলাফল বলছে এই নারীদের প্রায় ২৫ শতাংশ CAC তে যুক্ত হয়েছেন যদিও সন্তান জন্মদানের পর সবারই রক্ত গ্লুকোজ স্বাভাবিক হয়ে এসেছে। অন্যদিকে যাদের গর্ভকালীন ডায়াবেটিস ছিল না তাদের মধ্যে প্রায় ১৫ শতাংশ CAC তে পড়েছেন। অর্থাৎ যারা গর্ভাবস্থায় ডায়াবেটিস আক্রান্ত ছিলেন তারা অন্যদের তুলনায় বেশি হৃদঝুঁকিতে রয়েছেন।
এই গবেষণা পরিষ্কার ইঙ্গিত দেয় গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলেই তা হৃদরোগের সৃষ্টি করবে এমন নয়। বরং তাদের বেশি সাবধানতা অবলম্বন করতে হবে কেননা তাদের ঝুঁকি অন্যদের তুলনায় বেশি।
যদিও গর্ভকালীন ডায়াবেটিস এবং ভবিষ্যতের CAC এর মধ্যে যোগসূত্র এতো গুরুত্বপূর্ণ নয়, তারপরেও University of Arizona College of Medicine in Tucson এর কার্ডিওলজিস্ট খাদিজাহ ব্রেথেট বলেছেন যে, “গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত বেশিরভাগ মহিলার করোনারি আর্টারি ক্যালকসিফিকেশন বিকশিত হয় না।” তবুও, গবেষণার ফলাফল রক্তে শর্করাকে নিয়ন্ত্রণে রাখার গুরুত্বকে তুলে ধরে। তাই সচেতন হওয়াই উত্তম।
আমরা পশু-পাখিদের রোগাক্রান্ত হবার পেছনে ভাইরাস, ব্যাকটেরিয়ার ভূমিকার কথা হরহামেশাই শুনে থাকি। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় প্লাস্টিক দ্বারা রোগাক্রান্ত হবার...