করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত পুরো বিশ্ব। এ আর নতুন খবর নয় দিন দিন যেন বেড়েই চলেছে এর সংক্রমণের হার,ইতোমধ্যে অস্ট্রেলিয়া, আমেরিকা ও ইংল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ ভ্যাকসিন তৈরীর প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। তাই প্রতিকারের চেয়ে প্রতিরোধের পথেই ঝুঁকছে সবাই। সেই প্রতিরোধের প্রচেষ্টায় প্রথমবারে মতো নাম লিখালো বাংলাদেশ, তাও আন্তর্জাতিক পরিমন্ডলে।
করোনা ভাইরাসের এই ভয়াবহতার সময়ে বাংলাদেশের ফেব্রিক্স শিল্পের অন্যতম প্রতিষ্ঠান জাবের এন্ড জুবায়ের টেক্সটাইল উদ্ভাবন করেছে করোনা প্রতিরোধী একধরনের কাপড়। যা মাত্র দু মিনিটের মাঝেই ধংস করতে সক্ষম করোনা ভাইরাসের জীবাণু।এই কাপড়ে মূলত বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পোনেন্ট রয়েছে যার সংস্পর্শে আসার দু মিনিটের মাঝে নির্জীব হয়ে যাবে করোনা ভাইরাসের মারণঘাতী জীবাণু।
প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি করা মতে কাপড়টি মাত্র ২ মিনিটের মাঝেই করোনা ভাইরাসের জীবাণু মেরে নষ্ট করতে সক্ষম এবং কাপড়টি প্রায় ২০ থেকে ৩০ বার পর্যন্ত ধোয়া যাবে, তবে মানব দেহের জন্য এই কাপড় কোন ক্ষতির কারণ হবেনা। এই সম্পর্কে প্রতিষ্ঠানটির সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার অনল রায়হান জানান,তাঁদের তৈরী ফেব্রিক্সে কোভিড-১৯ এর একটি মাত্র ড্রপলেট যদি পড়ে তবে তা ২ মিনিট পর্যন্ত টিকে থাকবে।
এছাড়াও প্রতিষ্ঠানটির চীফ মার্কেটিং অফিসার রশিদ আশরাফ খান বলেন, এই কাপড়ে মানবদেহের জন্য ক্ষতিকর নয়। এছাড়াও তাদের দাবি যুক্তরাষ্ট্রের মাননিয়ন্ত্রণ সংস্থা (FDA)সহ ইউরোপের বেশ কয়েকটি মান নিয়ন্ত্রণকারী সংস্থা ভাইরাস প্রতিরোধী কাপড় ব্যবহারের অনুমোদন দিয়েছে।
অনল রায়হান জানান এই অনুমোদন এর ফলে তারা বেশ সাড়া পাচ্ছেন এই কাপড় উৎপাদনে, তাঁর মতে করোনা প্রাক্কালে বাংলাদেশের অন্তত হাজার দুয়েক গার্মেন্টস এ যে অচলাবস্থা তৈরী হয়েছে তা কাটানো সম্ভব হতে পারে এই ভাইরাস প্রতিরোধী কাপড় উৎপাদনের মাধ্যমে। আগামী ১ মাসের মধ্যে প্রতিষ্ঠানটির নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম www.bluejeans.com এ পাওয়া যাবে এই বিশেষ কাপড়ে তৈরী শার্ট-প্যান্ট সহ বিভিন্ন ধরনের পোশাক। পরবর্তীতে ধীরে ধীরে তা সাধারণ বাজারেও ছড়িয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
এ এন এম নাঈম/ নিজস্ব প্রতিবেদক