গতকালকে দেশের শীর্ষস্থানীয় অনেকগুলো চ্যানেল খবর প্রকাশ করে ” সীতাকুণ্ডে আকাশ থেকে ৩০ কেজি ওজনের একটি ধাতব পিন্ড মাটিতে পড়েছে ”
তারা বলেন “‘এটা নিরেট লোহার মতো বস্তু, উচ্চতা আনুমানিক তিন ফুট। আজ দুপুর ২টায় ভাটিয়ারী এলাকায় আকাশ থেকে একটা দোতালা ভবনের পাশে খোলা জায়গায় এটি এসে পড়েছে। এতে ১৫ ফুট গভীর গর্ত তৈরি হয়।
তাদের এই রঙ মাখানো মিথ্যা খবরে হতবিহ্বল এলাকাবাসী সহ গোটাদেশ, ভাটিয়ারীতে আকাশ থেকে পড়ল কি জিনিস?
শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আনুমানিক ১১ ফুট গর্ত খুঁড়ে বাহির করা হলো শীপ ইয়ার্ডের একটুকরা লোহা।
সকলের ধারনা সত্যি হল ভাটিয়ারীর পশ্চিম পাশে ফেরদৌস ষ্টীল (জিরি সোবেদার) শিপ ইয়ার্ডে বিকাল ২টার সময় জাহাজের ক্রেন কাঁটার সময় এ দুর্ঘটনাটি ঘটে, ক্রেন ছিঁড়ে গিয়ে সেটা ১ কিলোমিটার দূরের লোকালয়ে উড়ে এসে গর্তের সৃষ্টি করে।
ঘটনা হচ্ছে এই ক্রেনেটির উচ্চতা অনেক বেশি হওয়াতে যখন কেঁটে নিচে ফেলানো হয়েছে, তখন উপর থেকে নিচে পড়াতে আওয়াজ হয়েছে বেশি,পাশাপাশি মাটিতে থাকা লোহার টুকরার সাথে যখন জোরে আঘাত লাগে লোহাটির প্রেসার বেশি হওয়াতে উপরে উঠে ওখানে গিয়ে পরে,যেই কোন লোড জিনিসের প্রেসার বেশি থাকে।
আরও দেখুন –
১।রক্তের গ্রুপ ‘A’ হলে করোনা ঝুঁকি বেশি, ‘O’ হলে সবচেয়ে কম – বলছে চীনা গবেষণা
২।লবণ মেশানো গরম পানি কি করোনা ভাইরাস প্রতিরোধ করে ?-না
৩।করোনা যেভাবে আপনার শরীরের নিয়ন্ত্রণ নিচ্ছে !(ইন্টারেক্টিভ ডিজাইনসহ)