দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। বাজারে এসে গেল আইফোন ১৩। বুধবার ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে আইফোন ১৩ আর অ্যাপল ওয়াচ ৭–এর আত্মপ্রকাশ অনুষ্ঠান ছিল।আইফোন ১৩ এর দাম কত?
আইফোনের নতুন মডেলের জন্য বহু মানুষই মুখিয়ে ছিলেন। কিন্তু ডিজাইনে খুব বেশি চমক দেখা গেল না। অনেকটা আগের অর্থাৎ আইফোন ১২ মডেলের মতোই তা দেখতে। তবে ব্যাটারি এবং কার্যকারিতা (পারফর্মম্যান্স)-র দিক দিয়ে পুরনো মডেলগুলির চেয়ে উচ্চমানের। আগের থেকে ৫০ শতাংশ বেশি দ্রুত পারফর্মম্যান্স দেবে অ্যাপলের নতুন চিপ। পুরোনো সিরিজের থেকে কমপক্ষে আড়াই ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে আইফোন ১৩।
Apple iPhone 13 এর ক্যামেরায় বড়সড় সংশোধন ঘটেছে। মিনি ও রেগুলার ভার্সন উভয়ের জন্যই লো লাইট পারফর্ম্যান্স রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্যামেরায় সিনেম্যাটিক মোড রয়েছে, যা সাবজেক্ট নড়াচড়া করলেও সেটিকে ফোকাসে রাখবে। ফোকাস সাবজেক্টে থাকবে, অন্যদিকে, বাকি ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যায়।
আরও পড়ুনঃ আইফোন ১৩ দিয়ে মোবাইল নেটওয়ার্ক ছাড়াই করা যাবে কল-মেসেজ!
এটি ভিডিও-র জন্য পোর্ট্রেড মোড। অ্যাপেল জানিয়েছে, এতে ব্যবহারকারীদের এমন কনটেন্ট তৈরির সুবিধা দেবে যাতে সিনেমাটিক অনুভূতি দেবে। তা ডলবি ভিশন এইচডিআরে শ্যুট হয়, যা এক স্পেশ্যাল কাস্টম সেন্সরের মাধ্যমে কাজ করতে সক্ষম। ডলবি ভিশনে সিনেমাটিক মোডের শ্যুটিং হয়। এটি 4K 60 FPS-এ ভিডিও ধরতে পারে।
নতুন মডেলে থাকছে রিয়ার টুইন ক্যামেরা। প্রসেসর এ১৫ বায়োনিকের। বাজারে মোট পাঁচটি রঙে পাওয়া যাবে আইফোন ১৩— গোলাপি, নীল, কালো (মিডনাইট), লাল (প্রোডাক্ট রেড) আর স্টারলেট।
নতুন এই আইফোন এমন সময় বাজারে আসতে যাচ্ছে যখন অনেক ব্যবহারকারী বহুদিন ধরে তাদের পুরনো ফোন আপগ্রেড করছেন না। বিনিয়োগ প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ২৫ কোটি আইফোন ব্যবহারকারী গত সাড়ে তিন বছর ধরে তাদের আইফোন আপগ্রেড করেননি।
দামগুলো দেখে নিন- (বাংলাদেশি টাকা)
iPad – ৩২৯ ডলার – ২৮,০৩৪ টাকা
iPad Mini – ৪৯৯ ডলার – ৪২,৫১৫ টাকা
Apple watch series 7 – ৩৯৯ ডলার – ৩৪,০০০ টাকা
iPhone 13 Mini – ৬৯৯ ডলার – ৫৯,৫৫৫ টাকা
iPhone 13 – ৭৯৯ ডলার – ৬৮,০৭৫ টাকা
iPhone 13 pro – ৯৯৯ ডলার – ৮৫,১১৫ টাকা
iPhone 13 pro max – ১০৯৯ ডলার – ৯৩,৬৩৫ টাকা
*এই দামগুলো স্ট্যান্ডার্ড ডলার রেট। বাংলাদেশে ফোনগুলো আসলে বিভিন্ন কারণে দামের অনেক আপডাউন হবে।
আপডেটঃ আইফোন ১৩ রিলিজ হলেও সেখানে এই স্যাটেলাইট কানেক্টিভিটির ফিচারটি পাওয়া যায়নি।