এ বিষয়ে বিজ্ঞানভিত্তিক কোনো সুনির্দিষ্ট অভিমত এখনো পাওয়া যায় নি বা প্রকাশ করা হয় নি আমার জানা মতে। তবে মোবাইল টাওয়ারের রেডিয়েশন ক্রিয়া-প্রতিক্রিয়া-পরিবেশগত কোনো সমস্যা তৈরী হচ্ছে কি না এ নিয়ে ব্যাপক চিন্তা-গবেষণা চলছে বোদ্ধা মহলে। লোক মুখে মুখে অনেক কথাবার্তাই শোনা যায় বা যাবে যার কোনো বাস্তবভিত্তিক ব্যাখ্যা ঐ পর্যন্ত দেয়া সঙ্গত নয়, যা নিয়ে বিজ্ঞানীরা এখনো মুখ খোলে নি। তবে মোবাইল টাওয়ার রেডিয়েশন এর একটা ক্ষতিকর প্রভাব যে আছে এ কথা সচেতন মহল একবাক্যে স্বীকার করেন। যে প্রভাব মানুষ, প্রকৃতি ও গাছপালার উপর পড়তে পারে বলে অনেকেই মনে করছেন। রেডিয়েশনের ক্ষতিকর প্রভাবের কথাগুলোও অনেকে যৌক্তিকভাবে বিশ্লেষণ করছেন। কিন্তু বৈজ্ঞানিক গবেষণা পত্র প্রকাশ ও পরীক্ষিত সিদ্ধান্ত ছাড়া এখনই নিশ্চিত করে বলতে পারার নয় যে, এটাই হচ্ছে-হবে শতভাগ নিশ্চিত।