চোখ দিয়ে আমরা দেখি। দুঃখের সময় কাঁদি।
কাঁদলে আমাদের চোখ দিয়ে পানি বের হয়। আবার অনেক সময় হাসলেও চোখ দিয়ে পানি বের হয়।এমন কেন হয়?
চোখের মধ্যে কতকগুলি নালী আছে। এসব নালীর মধ্যে কান্নার নালীও আছে।এটা ঠিক চোখের কোণায় থাকে। এই নালী সবসময় চোখকে ভেজা রাখে।কাঁদার সময় এই নালীতে বেশি পরিমাণ পানি এসে জমা হয়। আর অন্য নালী দিয়ে সেই পানি বের হয়ে আসে।