গরু আসলে বর্নান্ধ (Colour Blind )। লাল রং কি, সেটা হয়তো ষাঁড় বেচারা জানেনই না !
অনেক সময় বুলফাইটে দেখে থাকবেন লাল রঙের কাপড় নাড়াচাড়া করছে ও ষাড় দৌড়াচ্ছে লাল ছাড়া অন্য কিছু হলেও ষাড় দৌড়াতো কিন্তু লাল রঙ অনেক দূর থেকে দেখা যায় যার কারনে লালকেই বুলফাইটে ও বিভিন্ন ষাঁড়ের খেলায় ব্যবহার করা হয় এবং অন্য হালকা রঙের বদলে লালের দিকে আকৃষ্ট হয় বেশি ।
শুধু লাল নয় এরা কোন রঙ দেখতে পারে না। তবে অনেক সময়েই আমরা দেখি যে লাল রঙ দেখে ষাঁড় রেগে গিয়ে গুঁতো মারতে আসে, এটা আসলে রঙ দেখে না, রঙিন কাপড়ের উজ্জ্বলতা দেখে। ষাঁড়রা যে লাল রং দেখতে পারে না তা জানার জন্য নানা ধরনের পরীক্ষা করা হয়েছে। লাল রঙ ছাড়া অন্য রঙের চাদর ব্যবহার করে দেখা গেছে যে রং দেখে নয়, পর্দার বা কাপড়ের নড়াচড়া দেখেই ষাঁড় উত্তেজিত হয়ে ওঠে।