Tahshin Alam Utsho: যেসব রক্তনালীর মাধ্যমে কার্বন ডাই-অক্সাইড যুক্ত রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃদপিন্ডে বহন করে নিয়ে আসে, তাকেই শিরা বলে। আর শিরার শাখাকে উপশিরা বলে।
ধমনি শরীরের বিভিন্ন অংশে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা-প্রশাখায় বিভক্ত হয়। এদেরকে শাখা ধমনী বলে।
পেশিতন্তুতে চুলের মতাে যে অতি সূক্ষ্ম রক্তনালি দেখা যায়, তাকে কৈশিক নালি বলে।
আশা করি, সংজ্ঞা থেকে বুঝতে পেরেছেন যে উপরোক্ত তিনটি জিনিস ভিন্ন!