মুল তফাৎ টা হচ্ছে মাতলামিতে।
সফট ড্রিঙ্কস বেশি খাইলেও আপনার মাতাল হওয়ার কোন চান্স নাই কারণ এতে কোন প্রকার এলকোহল দেয়া হয় না। আর তাই মুসলিম দেশ সহ বিশ্বের সকল দেশেই সফট ড্রিঙ্কস চলে। যেমন ধরুন, কোকা-কোলা, পেপসি, স্প্রাইট, ফানটা ইত্যাদি।
আর হার্ড ড্রিঙ্কস অল্প খাইলে তেমন কোন সমস্যা হয় না। তবে খাওয়ার পরিমাণ একটু বেশি হয়ে গেলেই আপনি মাতাল হয়ে যেতে পারেন। তাই বিশ্বের সকল হার্ড ড্রিঙ্কস চলে না।
এমন কি যেসব দেশে হার্ড-ড্রিঙ্কস পানে আইনি নিষেধাজ্ঞা নেই সেইসব দেশেও হার্ড-ড্রিঙ্কস আসক্ত অবশায় গাড়ী চালানোর উপর নিষেধাজ্ঞা আছে। এমন কি ধরা পড়লে জেল-জরিমানা হতে পারে। কিছু হার্ড-ড্রিঙ্কস এউ উদাহরণ হল, RAM, whiskey, beer, scotch, vodka ইত্যাদি।
সফট ড্রিংকস পান করার কোন নির্দিষ্ট স্থান নেই। আপনি যেকোন জায়গায় সফট ড্রিংকস জাতীয় পানীয় পান করতে পারেন।
কিন্তু কিছু কিছু দেশে হার্ড ড্রিংকস পান করার জন্য নির্দিষ্ট যায়গা আছে আপনাকে সেই জায়গাতেই হার্ড ড্রিংকস জাতীয় পানীয় পান করতে হবে। এমন কি আপনার দেশে হার্ড ড্রিংকস পান বৈধ হলেও আপনার বাড়িতে হার্ড ড্রিংকস পান করার আলাদা জায়গা রাখতে হবে। বাচ্চাদের সামনে কোন প্রকার হার্ড ড্রিংকস গ্রহণ করা যাবে না।
অনেকটা আমাদের দেশের ধূমপান করার মতই।