না ৷
২০১৯ সালের জুলাই মাসে ফেসবুক তার দুইটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন চ্যাটবট এর সকল প্রক্রিয়া বন্ধ করে দেয়। চ্যাটবট দুইটি তৈরি করা হয়েছিলো মানুষের সাথে বলার জন্য এবং মানুষের আচরণ থেকে শিখার জন্য। তারা একে অপরের সাথেও কথা বলতে পারতো। ডিফল্ট ভাষা হিসেবে ইংলিশ ইনপুট করা ছিলো। অর্থাৎ তাদের কথোপকথন সব ইংরেজিতে হবে।
কিন্তু পরিস্থিতি কয়েকদিন পর অন্যদিকে মোড় নেয়। চ্যাটবট দুইটি ইংরেজি অক্ষরেই কথোপকথন করতো কিন্তু তাদের ভাষা মানুষের বোধগম্য ছিলো না। ইংরেজি শব্ধ ব্যবহার করেই তারা তথ্য আদান প্রদান করতো তবে ভাষা কোনো ব্যাকরণের আওতায় ফেলা যেতো না। চ্যাটবট দুইটির নাম Bob এবং Alice.
এখানে পড়ে দেখতে পারেন :